বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের একটি ছবি ভাইরাল হয়েছিল। মুমিনুল হক ও কাইল জেমিসনের সেই ছবি এবার বিজ্ঞাপনের কাজে ব্যবহার করল কলকাতা পু'লিশ। মাউন্ট ম'ঙ্গানুই টেস্টে বাংলাদেশের উইকেট ফেলতে ব্যর্থ জেমিসন 'হতাশ হয়ে দূর দিগন্তে তাকিয়ে আছেন, আর মুমিনুল তাকিয়ে আছেন জেমিসনের দিকে।






এমন ছবি দ্রুত ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে। ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার মুমিনুলের সামনে নির্লি'প্ত ভ'ঙ্গিতে দাঁড়িয়ে থাকা ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার জেমিসনের এই ছবিকে কলকাতা পু'লিশ ব্যবহার করেছে করো'না নিয়ে সতর্কতা প্রদানে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা পু'লিশের দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘মাস্ক পরো কলকাতাবাসী, নিরাপদ থাকো।’ সেখানে জেমিসনকে রূপক অর্থে দেখানো হয়েছে করো'নার তৃতীয় ঢেউ হিসেবে, আর মুমিনুলকে দেখানো হয়েছে মাস্ক না পরা মানুষ হিসেবে।