Home / Viral News / নারী-পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট সামান্থা

নারী-পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট সামান্থা

ভারতের দক্ষিণী সিনেমা'র জনপ্রিয় অ'ভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মাস খানেক আগেই স্বামীর স'ঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি।

জানা যায়, বিয়ের পরও সিনেমায় সামান্থার খোলামেলা দৃশ্যে অ'ভিনয় ও সাহসী ফটোশুট করার কারণে তাদের সংসারে বিচ্ছেদ হয়েছে। এদিকে বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে মেলে ধরছেন সামান্থা।

একাধিক বোল্ড ফটোশুট করেছেন। যুক্ত হচ্ছেন একের পর এক বড় প্রোজেক্টে। এবার তিনি যুক্ত হলেন একটি আন্তর্জাতিক সিনেমায়। নাম ‘অ্যাগ্রিমেন্টস অব লাভ’।

এতে ২৭ বছর বয়সী একজন তামিল উভকামী চরিত্রে অ'ভিনয় করছেন তিনি। যিনি নারী ও পুরুষ উভয়ের প্রতি আকর্ষণ বোধ করেন।
সিনেমায় দেখা যাব'ে, তিনি একটি গোয়েন্দা এজেন্সি পরিচালনা করেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

‘অ্যাগ্রিমেন্টস অব লাভ’ নামের এই সিনেমা পরিচালনা করবেন জন ফিলিপ। এর আগে ‘ডাউনটন অ্যাব'ে’ ড্রামা সিরিজ পরিচালনা করেছেন তিনি। এটি প্রযোজনা করছে গু'রু ফিল্মস। সামান্থার ‘ও বেবি’ সিনেমাটিও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত। খুব শিগগির এ বি'ষয়ে নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

বর্তমানে সামান্থার ঝুলিতে একাধিক সিনেমা'র রয়েছে। মিথোলোজি ঘরানার ‘শকুন্তলাম’ সিনেমা'র শুটিং শেষ করেছেন তিনি। সংস্কৃত ভাষার ‘ অ'ভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধ’রা হবে। সিনেমাটি পরিচালনা করছেন গু'ণাশেখর। এছাড়া ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা'র কাজও শেষ করেছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান। পাশাপাশি বলিউডের একটি সিনেমায় সামান্থার অ'ভিনয়ের গু'ঞ্জন শোনা যাচ্ছে।

না.হাসান/সাএ

Check Also

প্রেমিকার মাকে কিডনি দেয়ার পরও টেকেনি সম্পর্ক!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এক যুবক। টিকটকে নিজের ব্রেকআপের কাহিনি তুলে ধরেছেন তিনি। উজেইল …

error: Content is protected !!