পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে লড়াই করলেও দ্বিতীয় ম্যাচে লড়তেই পারেনি মাহমুদউল্লাহর দল।






তবে এদিনও বল হাতে আলো ছড়ান পেসার মোস্তাফিজুর রহমান। দল না জিতলেও গড়েন এক বিশ্বরেকর্ডও।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে বোল্ড করেন মোস্তাফিজ।






এরই সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক মাঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডে সতীর্থ সাকিব আল হাসানকে টপকে যান ফিজ।
মিরপুরে নিজের ২৬ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ৩৭ তম উইকেট শিকার করেন সাকিব। কোন এক মাঠে যা কোন বোলারের সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট। এর আগে শীর্ষে থাকা সাকিবও মিরপুরেই নিয়েছেন ২৮ ম্যাচে ৩৬ উইকেট।
এই রেকর্ডে তৃতীয়তে আছেন আরেক বাংলাদেশী পেসার আল আমিন হোসেন। ১৪ ম্যাচ খেলে মিরপুরে তার শিকার ২৭ উইকেট। চতুর্থতে আছেন পাকিস্তানের পেসার সোহেল তানভীর। দুবাইয়ে ১৫ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি।