Home / Viral News / রাতে প্রেমিকার সঙ্গে দেখা, পি`টুনিতে প্রেমিকের অবস্থা মরণদশা

রাতে প্রেমিকার সঙ্গে দেখা, পি`টুনিতে প্রেমিকের অবস্থা মরণদশা

পি`টিয়ে ভেঙে দেওয়া হয়েছে পা, র`ড গরম করে শরীরের বিভিন্ন স্থানে দেওয়া হয়েছে আ` গু'নের ছ্যাঁকা। ম`ধ্যযুগীয় কায়দায় এভাবেই

`নি'র্মম নি`র্যাতনের শিকার হয়েছে নেত্রকোনার মোহনগঞ্জে জুবায়ের নামে এক কিশোর‌। এ ঘটনায় ভু`ক্তভোগীর মামা মো. সুলেমান বাদী হয়ে প্রতিবেশী সাতজনের বি`রু 'দ্ধে থা`নায় মা`মলা করেছেন।

জানা গেছে, প্রতিবেশী এক তরুণীর স'ঙ্গে জুবায়েরের প্রেমের সম্পর্ক ছিল। গত ৮ অক্টোবর রাতে সহিলদেও গ্রামে মেয়েটির স'ঙ্গে দেখা করতে যায় জুবায়ের।

ওই দিন রাতে মেয়ের মা-বাবা বাড়িতে ছিল না। এ সময় মেয়ের চাচা ও চাচাতো ভাইদের হাতে ধ’রা পড়ে সে। উ`ত্তেজিত হয়ে তারা জুবায়েরকে মা`রধ`র করে।

এ সময় লো`হার র`ড গরম করে জুবায়েরের শ`রীরে অসংখ্য ছ্যাঁ`কা দেয় এবং পি`টিয়ে একটি পা ভে`ঙে দেওয়া হয়।

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন্নেছা চাঁদনি বলেন, জুবায়েরের পা ভেঙে গেছে। শরীরে অসংখ্য ছ্যাঁকার ক্ষত। বর্তমানে এখানেই চিকিৎসা নিচ্ছে।

ভু`ক্তভো`গীর মামা মো. সুলেমান বাদী হয়ে প্রতিবেশী সাতজনের বি`রু 'দ্ধে থানায় মা`মলা করা হয়েছে।মা`মলা আ`সামিরা হলেন-সহিলদেও গ্রামের আক্কেব আলী,

তার ছোট ভাই আক্কাছ আলী, আক্কেব আলীর ছেলে আজিজুল ও মিজান, একই বাড়ির নুরুল আমিন, মিরাশ আলী ফকির ও সমর'ুজ।

তবে এখনো পর্যন্ত কাউকে গ্রে`ফতার করতে পারেনি পু'লিশ। জুবায়ের সহিলদেও গ্রামের মৃ'ত তাহের মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

মোহনগঞ্জ থানার ওসি (ত'দন্ত) রাশেদুল ইসলাম বলেন, মা`মলার পরপরই আ`সামিরা গা ঢাকা দিয়েছে। তবে তাদের গ্রে`ফতারে অ'ভিযান অব্যা'হত আছে।

Check Also

প্রেমিকার মাকে কিডনি দেয়ার পরও টেকেনি সম্পর্ক!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এক যুবক। টিকটকে নিজের ব্রেকআপের কাহিনি তুলে ধরেছেন তিনি। উজেইল …

error: Content is protected !!